AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ামির কোচ হলেন হাভিয়ের মাসচেরানো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২৪
মায়ামির কোচ হলেন হাভিয়ের মাসচেরানো

ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন আগে পদত্যাগ করেন। তখন থেকেই লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নতুন কোচ কে হচ্ছেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। অবশেষে নতুন কোচ পেয়েছেন তারা।

গুঞ্জন উঠেছিল আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো স্বদেশি মার্টিনোর স্থলাভিষিক্ত হতে পারেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। মায়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মেসির সাবেক সতীর্থ মাসচেরানো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে মাসচেরানোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছে মায়ামি। এই আর্জেন্টাইনকে ৩ বছরের জন্য মায়ামির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে মায়ামির দায়িত্ব থেকে সরে দাঁড়ান মার্টিনো।

এখন মাসচেরানো তারই স্থলাভিষিক্ত হলেন। ক্লাব থেকে ওয়ার্ক পারমিট পেলেই কাজ শুরু করবেন আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে মেসির সতীর্থ ছিলেন মাসচেরানো। বার্সেলোনার হয়ে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন তিনি।

এছাড়াও ওয়েস্ট হ্যাম, লিভারপুল, রিভার প্লেট এবং করিন্থিনিয়ান্সের হয়েও খেলেছেন মাসচেরানো। তার কোচিং ক্যারিয়ারের শুরু ২০২২ সালে। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ ও ২৩ এর দায়িত্ব পালনের পর এবার প্রথম কোনো ক্লাব ফুটবলের দায়িত্ব নিলেন তিনি।

নতুন এই দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাসচেরানো। তিনি বলেন, ‘ইন্টার মায়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব।

এই ক্লাবকে নতুন উচ্চতায় তুলে ধরতে এবং এর সমর্থকদের আরো অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যে আমি ইন্টারের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!