টানা ৫ ম্যাচে হার। অবশেষে মঙ্গলবার হারের বৃত্ত ভাঙতে পেরেছেন পেপ গার্দিওলা। ফ্রেইনুর্দের বিপক্ষে নিশ্চিত জিততে যাওয়া ম্যাচের ফলাফল অবশ্য শেষ পর্যন্ত ড্র এসেছে। ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকার পর ৩-৩ ব্যবধানে ড্র নিঃসন্দেহে গার্দিওলার জন্য আঘাত হয়ে এসেছে।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৭৫ মিনিট পর্যন্ত ৩ গোলের লিড থাকলেও জয় নিয়ে ফিরতে না পারা দল হয়েছে ম্যান সিটি। এই ড্রয়ের পর ৬১ বছর পর তিক্ত এক স্মৃতিও ফিরছে ম্যানচেস্টারের নীল দলের জন্য।
১৯৬৩ সালের পর এবারই প্রথম টানা ষষ্ঠ ম্যাচে দুই বা বেশি গোল হজম করল ম্যানসিটি। সে বছর ইংল্যান্ডের প্রথম বিভাগ থেকে অবনমন হয়েছিল দলটির। আপাতত দলের অবস্থা তেমন না হলেও ৬ দশক বছর আবারও টানা ছয় ম্যাচে দুই বা বেশি গোল হজম করল ইংলিশ জায়ান্টরা।
দলের এমন বিপর্যয় দেখে বেশ হতাশ গার্দিওলা। এমনই হতাশ হয়েছেন যে নিজেকেই আঘাত করে বসেছেন। নিজের নখ দিয়ে আচড়ে নাক কেটে রক্ত বইয়ে দিয়েছেন তিনি। হারের পর সংবাদ সম্মেলনে তার নাকে এবং কপালে দাগ ছিল স্পষ্ট।
ড্রয়ের হতাশা নিয়ে স্প্যানিশ এই কোচ বলেন, ‘তিনটি গোল করেও আমরা জিততে পারিনি। শুধু নিজেদের প্রমাণের জন্য না, আরো অনেক কারণে আমাদের পয়েন্ট প্রয়োজন। এই ফল হজম করা কঠিন।আমরা ভালো খেলেছি, তিনটি গোল করেছি। আরো গোল করতে পারতাম। আমরা সবকিছুই করেছি, কিন্তু দিনশেষে তা ধরে রাখতে পারিনি। আমরা যথেষ্ট স্থিতিশীল অবস্থায় নেই।’
সংবাদ সম্মেলনে গার্দিওলার নাকে রক্ত দেখে সাংবাদিকরা এর কারণ জিজ্ঞেস করেন। জবাবে গার্দিওলা বলেন, ‘আমার আঙুলের নখ এখানে… (ক্ষতস্থানে ইঙ্গিত করে)। আমি নিজেকেই আঘাত করতে চেয়েছিলাম।’
লিগ কাপে টটেনহামের কাছে হার দিয়ে দুঃস্বপ্নের যাত্রা শুরু হয় ম্যানসিটির। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহামের বিপক্ষে হারতে হয় তাদের। আর চ্যাম্পিয়ন্স লিগে হেরেছিল স্পোর্টিং লিসবনের কাছে।
সপ্তাহ ঘুরে ফের সিটিজেনরা পয়েন্ট হারাল ফ্রেইনুর্দের কাছে। ডাচ ক্লাবের সঙ্গে এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে নেমে গেছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফ্রেইনুর্দ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :