AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হার দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪১ এএম, ২৮ নভেম্বর, ২০২৪
হার দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের

বাংলাদেশ ক্রিকেট দলের একটা ঐতিহ্য আছে, মাঝে মধ্যে জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দেয় ক্রিকেটাররা। রংপুর রাইডার্স যেহেতু বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি, তারা আবার আলাদা হতে যাবে কেন? চলমান গ্লোবাল সুপার লিগে নিজেদের অভিষেক ম্যাচটা হ্যাম্পশায়ারকে একরকম উপহারই দিয়েছে টুর্নামেন্টে অংশ নেয়া একমাত্র বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনদের ব্যাটিং ব্যর্থতায় মূল ম্যাচ টাই হলে খেলা গড়িয়েছে সুপার ওভারে। সেখানে রংপুরের দেয়া ১৩ রানের লক্ষ্য ১ বল বাকি রেখে টপকে গেছে হ্যাম্পশায়ার।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। ইংলিশ দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। রংপুরের হয়ে বল হাতে ঝলক দেখান ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। ২৩ রানে পাঁচ উইকেট নেন চ্যাপেল, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা।এ ছাড়া যুক্তরাষ্ট্রের হারমিত সিং দুইটি এবং বাংলাদেশের সাইফউদ্দিন ও রিশাদ একটি করে উইকেট নেন।

১৩৩ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করেছিল রংপুর। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেলরকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলেন ওপেনার সৌম্য সরকার। তবে হ্যাম্পশায়ারের দুই বাঁহাতি স্পিনার ড্যানি ব্রিগস ও লিয়াম ডসন পাওয়ারপ্লেতেই রংপুরের দুই ওপেনারসহ আফিফ হোসেনকে ফেরান।

এতে রংপুর কিছুটা চাপে পড়লেও অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানি হার্ড হিটার খুশদিল শাহর সময়োপযোগী ব্যাটিংয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণেই ছিল। একসময় ৪ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ফেলেছিল বিপিএলের দলটি। ৬ উইকেটে হাতে নিয়ে শেষ ১৯ বলে দরকার ছিল মাত্র ১৩ রান। তখন মনে হচ্ছিল, রংপুরের জয় পাওয়া সময়ের ব্যাপার মাত্র।

তব ৩ বলের ব্যবধানে খুশদিল শাহ ও ওয়েন ম্যাডসেন রানআউট হলে বদলে যায় দৃশ্যপট। ১৯তম ওভারে হ্যাম্পশায়ার অধিনায়ক উড মাত্র ৩ রান দিয়ে নেন মেহেদীর উইকেট। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ৭ রান। কিন্তু জেমস ফুলারের দুর্দান্ত বোলিংয়ে হারমিত, সাইফউদ্দিন ও রিশাদ ৬ রান মিলে নিতে পারলে খেলা গড়ায় সুপার ওভারে।

সেই সুপার ওভারেও নায়ক ফুলার। রংপুরের দেয়া ১৩ রানের লক্ষ্য ছুঁতে নেমে চ্যাপেলের প্রথম বলেই ছক্কা মারেন ফুলার। দ্বিতীয় বলে তিনি আউট হয়ে গেলেও পঞ্চম বলে ডসনের ছক্কায় ম্যাচ জিতে নেয় হ্যাম্পশায়ার। মূল ম্যাচে ফিফটির সুবাদে ম্যাচসেরা হয়েছেন শান মাসুদ।

রংপুর রাইডার্সের পরের ম্যাচ আগামী রোববার (১ ডিসেম্বর)  অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার বিপক্ষে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!