AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৪
বিপিএলে দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স

বিপিএলের আসন্ন আসরে দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। সরাসরি চুক্তিতে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।চলতি বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন জোন্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চমক দেখান তিনি। কানাডার বিপক্ষে ওই ম্যাচে খেলেন ৪০ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস।

জোন্সের ইনিংসে ভর করেই ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে তিনি সবচেয়ে বেশি আলো কেড়েছেন পাকিস্তানের বিপক্ষে। ঐতিহাসিক ওই ম্যাচে পাকিস্তানকে হারানোর অন্যতম কারিগর ছিলেন তিনি।

ডেথ ওভার এবং সুপার ওভারে চাপ সামলে দুর্দান্ত ব্যাটিং করেন জোন্স। এই ব্যাটারের নৈপুণ্যেই পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে যুক্তরাষ্ট্র। তিনিনিজের সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে।

শিরোপা জিততে শেষ ৪ ওভারে যখন ষাটের বেশি রান প্রয়োজন ছিল, তখন ঝড়ো ইনিংস খেলে সেন্ট লুসিয়া কিংসকে শিরোপা এনে দেন জোন্স। ৩১ বলে ৪৮ রান করে হন ফাইনালের সেরা খেলোয়াড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা আছে তার।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন জোন্স। তবে ওই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটিই করার সুযোগ মেলেনি তার। তবে এবারের আসরে তার ওপর ভালোভাবেই নজর থাকবে বলে ধারণা করা যাচ্ছে।              

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!