উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে ২-০ গোলে হারের রাতে আরেকটি বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি তালিকায় নতুন করে যোগ হয়েছে আরেকটি নাম। তিনি এদুয়ার্দো কামাভিঙ্গা। মৌসুমে এখন পর্যন্ত ২৭ বার ইনজুরিতে পড়লেন রিয়ালের খেলোয়াড়রা।
অ্যানফিল্ডে হারের রাতে ম্যাচের এক ঘণ্টার মধ্যেই হ্যামস্ট্রিং সমস্যার কারণে মাঠ ছাড়তে হয় কামাভিঙ্গাকে। এবারের মৌসুম শুরুর আগেও বাম হাঁটুর ইনজুরিতে বড় সময় মাঠের বাইরে ছিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার, দল ও ক্লাবের হয়ে মিস করেছেন ১২টি ম্যাচ।
২২ বছর বয়সী এই তারকার চোটের গভীরতা জানতে আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে ক্লাবটি। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, ইনজুরি সমস্যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আগের মৌসুমেও আমরা এমন সমস্যার মুখোমুখি হয়েছিলাম। কামাভিঙ্গার চোট পরিস্থিতি মেনে নিতে হবে। তবে রদ্রিগো আর চুয়ামেনিকে আমরা পরবর্তী ম্যাচে ফিরে পাওয়ার আশা করছি।
এবারের মৌসুমে ইনজুরির কারণে এরই মধ্যে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন এডার মিলিতাও এবং দানি কারভাহাল (এসিএল ইনজুরি)। ডেভিড আলাবা এখনো গত মৌসুমের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হননি।
রদ্রিগো ও মিলিতাও তিনবার করে ইনজুরিতে পড়েছেন। এছাড়া ভিনিসিয়ুস, চুয়ামেনি এবং কর্তোয়া ভুগেছেন দুটি ইনজুরিতে। এমন ভঙ্গুর পরিস্থিতিতে রিয়ালের পরবর্তী অ্যাসাইনমেন্ট লা লিগায়। যেখানে তারা রোববার গেটাফের বিপক্ষে ঘরের মাঠে খেলবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :