ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড ইনিংসের তৃতীয় বলেই পেনাল্টিতে ৪ রান পেয়ে যায়। মারুফা আক্তারের করা ওভারের তৃতীয় বলটি বেশ নিচু হয়ে যাওয়ায় তা ধরতে পারেননি উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি। বল টাইগ্রেস অধিনায়কের গ্লাভস ফাঁকি দিয়ে পেছনে রাখা হেলমেটে আঘাত লাগায় আম্পায়ার আইরিশদের স্কোরবোর্ডে ৫ রান যোগের সংকেত দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীরা ২১ ওভারে ২ উইকেটে তুলেছে ৬২ রান। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়েছেন। উইকেটরক্ষক অ্যামি হান্টার ৩০ ও ওরলা প্রেন্ডারগাস্ট ১১ রানে ক্রিজে আছেন।
দলীয় ৯ রানের মাথায় আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস আউট হন। সুলতানার বলে তিনি সোবহানা মোস্তারির হাতে ধরা পড়েন। বোলিং আক্রমণে এনেই নিজের প্রথম বলে ব্যক্তিগত ১৩ রানে থাকা সারাহ ফোর্বসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাহিদা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :