বর্তমানে মহম্মদ শামি বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছেন। এই টুর্নামেন্ট খেলার সময় শামির চোটের খবর সামনে এসেছে। মাত্র কয়েকদিন আগেই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছিলেন।
অনেকেই বলতে শুরু করেছিলেন কবে ভারতীয় দলে ফিরবেন শামি? অনেকে তো আবার চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেও শামিকে দেখতে চাইছিলেন। বলা হয়েছিল শামি যদি সুস্থ হয়ে ওঠেন তবে তাঁকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হবে। এমন অবস্থায় মহম্মদ শামির ইনজুরির খবর সামনে এসেছে। এই ঘটনা টিম ইন্ডিয়ার জন্য সত্যিই উদ্বেগের বিষয়। এবার মহম্মদ শামির পিঠে সমস্যা দেখা দিয়েছে।
শুক্রবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলায় বাংলার ফাস্ট বোলার মহম্মদ শামির পিঠে সমস্যা দেখা গিয়েছিল। ইনিংসের শেষ ওভার বল করার সময় মহম্মদ শামি বল থামানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরে মহম্মদ শামিকে বেশ অস্বস্তিকর দেখাচ্ছিল। তিনি তার পিঠ চেপে ধরেছিলেন। এরপর মাঠের মধ্যেই মহম্মদ শামিকে পরীক্ষা করা হয়। যাইহোক, এরপরে শামি উঠে নিজের ওভারটি শেষ করেছিলেন। অনেকেই চিন্তায় থাকেন, তবে অনেকে মনে করেন শামির চোট গুরুতর নয়।
স্পোর্টস্টারের রিপোর্ট অনুসারে, মহম্মদ শামি শুধুমাত্র একটি মৃদু ধাক্কা খেয়েছিলেন, যেখানে তাঁর কোনও ধরণের গুরুতর সমস্যা নেই বলেই মনে করা হচ্ছে। রবিবার মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে তাকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় শামি মাঠে ফিরে আসেন কিনা।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। এরপর গোড়ালির ইনজুরির কারণে প্রায় এক বছর পেশাদার ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। শামি ২০২৪ রঞ্জি ট্রফির মাধ্যমে প্রত্যাবর্তন করেছিলেন এবং বর্তমানে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে খেলছেন।
আমরা আপনাকে বলি যে মহম্মদ শামি এখন পর্যন্ত তার আন্তর্জাতিক কেরিয়ারে ৬৪টি টেস্ট, ১০১টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টের ১২২ ইনিংসে তিনি ২২৯ উইকেট নিয়েছেন। এর বাইরে ওডিআইয়ের ১০০ ইনিংসে ১৯৫ উইকেট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ২৩ ইনিংসে ২৪ উইকেট শিকার করেছেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :