গত ৫ আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাধারণ জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। সেই লক্ষ্যে কাজ করছেন দেশের বর্তমান সরকার। আর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই উৎসবে স্লোগান হলো এসো দেশ বদলায় পৃথিবী বদলায়।
বিপিএলের ১১তম আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে আছেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। উপস্থিত রয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ।
এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও পুরুষ দলের ক্রিকেটাররা, বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি মালিক এবং বিসিবি পরিচালকরাসহ অনেক উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিন অতিথিদের আসন গ্রহণ এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিসির অতিরিক্ত সচিব মুহাম্মদ হিবুজ্জামান। তিনি বলেন, শুরুতে আমি জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা জানেন এবার নতুনভাবে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।
মুহাম্মদ হিবুজ্জামান বলেন, তারুণ্যের উৎসবে শুধু বিপিএল নয়, ফুটবল, ব্যাডমিন্টন, হকিসহ সব ধরনের খেলা। যারা মধ্যে দিয়ে আমাদের দেশের তরুণদের প্রতিভা গড়ে উঠবে।এরপর জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে প্রামাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’ প্রদর্শন করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :