সুলতানা খাতুনের ডেলিভারিটি স্বাভাবিকের চেয়ে বেশ নিচু হয়ে গিয়েছিল। সুইপ করতে গিয়ে ব্যর্থ সারাহ ফোর্বসের ব্যাটের কোণায় বল লেগে স্টাম্পে আঘাত হানে। প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে এক উইকেটে ১৬ রান। অধিনায়ক গ্যাবি লুইস ৯ ও উইকেটরক্ষক ব্যাটার অ্যামি হান্টার ৪ রানে ক্রিজে আছেন।
প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাঘিনীরা। আইরিশদের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ ১৭ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে। আজকের ম্যাচে জিতলে পাকিস্তানকে টপকে সাত উঠবে বাঘিনীরা। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :