গেটাফের বিপক্ষে ২-০ গোলের জয়ে লা লিগায় প্রতিদ্বন্দ্বিতা জমিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কার্লো আনচেলত্তির দল।
রিয়াল ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইতে আছে। এক ম্যাচ বেশি খেলা বার্সার পয়েন্ট ৩৪। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩২।
সান্তিয়াগো বার্নাব্যুতে রুডিগারকে ডি বক্সে গেটাফে ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে ৩০ মিনিটে নিশানাভেদে স্বাগতিক দর্শকদের উৎসবে মাতিয়ে তোলেন জুড বেলিংহ্যাম।
আট মিনিট পর পুরনো ঝলকে ফেরার ইঙ্গিত দেন কিলিয়ান এমবাপ্পে। ডি বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুন করেন এই স্ট্রাইকার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :