ঘরের মাঠে জিতে লিগ শীর্ষেই রইল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট তুলে নিল তারা। গোল করেন কডি গ্যাকপো এবং মহম্মদ সালাহ।
রবিবার লিভাপুরল লিগ শীর্ষে থেকেই খেলতে নেমেছিল। কিন্তু প্রিমিয়ার লিগে টানা তিনটি ম্যাচ হেরে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলকে ঘরের মাঠে হারানোর কাজটা কঠিন ছিল। হারতে হারতে মানসিক ভাবে পিছিয়ে পড়া ম্যাঞ্চেস্টার সিটির পক্ষে কাজটা আরও বেশি কঠিন ছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে লিভারপুল। হেডে গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভ্যান ডাহিক। কিন্তু ১২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন গ্যাকপো। তবে এই গোলের ক্ষেত্রে বড় ভূমিকা নেন সালাহ। উইং থেকে তাঁর দৌড় এবং গোলের ঠিকানা লেখা পাস থেকে গোল না করাই অসম্ভব ছিল। গ্যাকপো গোল করতে ভুল করেননি। তিনি সহজেই জালে বল জড়িয়ে দেন। তার পরেও একাধিক বার গোল করার সুযোগ তৈরি করে লিভারপুল। সেই সঙ্গে প্রথমার্ধে ম্যাঞ্চেস্টার সিটিকে সে ভাবে আক্রমণে উঠতেই দেয়নি তারা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন সালাহ।
ম্যাঞ্চেস্টার সিটি রদ্রির অভাবে ভুগছে। স্পেনের এই ফুটবলার সিটির মাঝমাঠের বড় স্তম্ভ। তিনি যে ভাবে বিপক্ষের আক্রমণ আটকে দেন, তেমনই আক্রমণ শুরু হয় তাঁর পা থেকে। কিন্তু চোটের কারণে এই মরসুমে রদ্রিকে পাওয়া কঠিন। তিনি খেলতে না পারায় বার বার মাঝমাঠে একটা ফাঁক তৈরি হচ্ছে। লিভাপুরলের মতো বড় দলের বিরুদ্ধে যে অভাব আরও বড় হয়ে দেখা যাচ্ছে। রদ্রির কোনও বিকল্প খুঁজে পাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটি। ফলে একের পর এক ম্যাচ হারতে হচ্ছে। শেষ সাতটি ম্যাচের মধ্যে একটি ড্র এবং বাকি সব ম্যাচে হেরেছে তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :