কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিবেন চার ক্রিকেটার।দেশের বেসরকারি একটি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় ওয়ানডে খেলতে দেশ ছাড়বেন চার ক্রিকেটার। তারা হলেন,মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে থেকে এখনও অবসর নেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সম্প্রতি মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন তিনি। তার সঙ্গে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তও। কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক সেদিন রানিং করেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে, ক্যারিবিয়ান সিরিজ খেলতে বাঁধা নেই তার।
এদিকে এক বছর পর মাঠে ফিরে আফগানিস্তানের বিপক্ষে চমক দেখিয়েছিলেন নাসুম আহমেদ। তাই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে জায়গা হতে পারে নাসুম আহমেদের। তাই তিনিও আজ রওনা দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। তার সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন।
অন্যদিকে গত এক বছর থেকে ওপেনার নিয়ে সমস্যায় ভুগছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং করতে দেখা যেতে পারে তানজিদ তামিমকেই। সে কারণেই হয়তো তাকে আগেভাগেই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দ্বীপপুঞ্জের দেশটিতে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :