২০১৩ সালের পর পুনরায় ভারতে বসতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ ১২ বছর পর ২০২৫ সালে ভারতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সমীকরণ। আইসিসির নিয়মাবলী অনুসারে আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল।
ঘরের মাঠে আয়ারল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে সে পথে বাংলাদেশের মেয়েরা একধাপ এগিয়ে রয়েছে। যদিও এখনও নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ নিশ্চিত হয়নি।
আইরিশদের হোয়াইটওয়াশ করায় আগামী বছরের শুরুতে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতে জয় পেলেই বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে টিম টাইগ্রেস ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে।
সরাসরি ২০২৫ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ:
আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ করে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সাতে উঠে এসেছে বাংলাদেশ। ২১ ম্যাচে তাদের অর্জন ১৯ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে ছয়ে থাকা নিউজিল্যান্ডের সবশেষ সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ছয় নম্বরে থাকতে হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ আছে তিনটি, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ জিতলেই ছয় নম্বরে উঠে যাবে বাংলদেশ। তবে নিরাপদ থাকতে চাইলে অন্তত দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :