বাংলাদেশ নারী ক্রিকেট দল ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে অনন্য আঙ্গিকে। দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস চা-শ্রমিকের বেশে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে এই ট্রফি উন্মোচন করেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের চা বাগানের সমৃদ্ধ ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে নেয়া হয় ব্যতিক্রমী এমন উদ্যোগ। সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ ও আরায়ল্যান্ড দল চায়ের নগরীতে অবস্থান করছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের সব ম্যাচের ভেন্যু। আগামী ৫ ডিসেম্বর হবে প্রথম টি-২০, দ্বিতীয়টি ৭ ডিসেম্বর। খেলা আরম্ভের সময় দুপুর ২টা। তৃতীয় অর্থাৎ সিরিজের সর্বশেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, এটি শুরুর সময় সকাল ১০টা।
এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী আয়ারল্যান্ড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :