জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) স্বীকৃতিপ্রাপ্ত ৯টি ফেডারেশনের নির্বাহী কমিটি গত ১৪ নভেম্বর ভেঙে দেওয়া হয়েছিল। ৯ ফেডারেশনের নির্বাহী কমিটি ভাঙার নির্দেশ জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২১ মোতাবেক সংস্থাটির উপর অর্পিত ক্ষমতাবলে আরোপের পর নিয়োগ দেওয়া হয় অ্যাডহক কমিটি। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগকে নিয়ে চলে ব্যাপক সমালোচনা ও আপত্তি।
কাবাডির কমিটিকে এবার আনুষ্ঠানিকভাবেই ‘বিতর্কিত’ বলেছে এনএসসি। একইসঙ্গে সংস্থাটি সোহাগের বিরুদ্দধে আসা অভিযোগগুলো তদন্তের জন্য একটি চিঠি ইস্যু করে।
চিঠির শুরুতে উল্লেখ রয়েছে, `বিতর্কিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের দুর্নীতির পরিপূর্ণ আইনী তদন্ত করার জন্য জনাব পরিচালক (অর্থ)-কে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো।
এনএসসি পরিচালক সাইদুর রশিদকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শামসুল আলম স্বাক্ষরিত চিঠি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ নিজেরাই ঘোষণা দিয়েছিল। এখন নিজেদের ঘোষিত কমিটিকে চিঠিতে ‘বিতর্কিত’ শব্দ উল্লেখ করাটা রীতিমতো স্ববিরোধী আচরণ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :