AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেএসপি’র কৃতি প্রশিক্ষণার্থীদের সম্মাননা অনুষ্ঠান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩৩ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৪
বিকেএসপি’র কৃতি প্রশিক্ষণার্থীদের  সম্মাননা অনুষ্ঠান

গতকাল ০৩ ডিসেম্বর সন্ধ্যায়, বিকেএসপিতে  প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২৪ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে কৃতি প্রশিক্ষণার্থীদের  বাৎসরিক পুরস্কার প্রদান ও সাংস্ক্রতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মান সূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন।

আর্চারি বিভাগের মো: সাগর ইসলামকে ২০২৪ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্ল– , সম্মাননা সনদ ও বিকেএসপি  ব্লেজার প্রদান করা হয়। এছাড়াও  অনুষ্ঠানে অলিম্পিয়ান সাগর ইসলামকে বিকেএসপির ছাত্র অবস্থায় প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করায় বিকেএসপি পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।  

অপরদিকে এ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক  প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতি স্বরূপ ৮৮ জনকে  বিকেএসপি কালার, ইনসিগনিয়া  প্রতীক, অর্থ পুরস্কার, ব্লেজার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। তারা হলেন  আর্চারির সাগর ইসলামক ও ফাহমিদা সুলতানা নিশা, এ্যাথলেটিক্সের তামিম হোসেন ও তাসমিয়া হোসাইন, ব্যাডমিন্টনের মোঃ আব্দুল্লাহ আল সিয়াম  বাস্কেটবলের মোঃ আসিব আলি, বক্সিং’র আবীর মাহমুদ, ক্রিকেটের মারুফ মৃধা  ও মারুফা আক্তার, ফুটবলের নাজমুল হুদা ফায়সাল ও স্বপ্না রায় জিমন্যাস্টিক্সের রাফিল আহমেদ  ও বনফুলি চাকমা, হকির মো: হোজাইফা হোসেন ও অর্পিতা পাল, জুডোর  মোঃ মনোয়ার হোসেন, ফাবিয়া বুশরা, মোছাঃ সোনিয়া, মোছাঃ আনিকা আক্তার, কারাতের মো: ইয়াসিন ইসলাম নাহিদ,  কাবাডির মোঃ আরিফুল ইসলাম, শ্যূটিং’র জিদান হোসেন, জাফিরাহ খানম চৌধুরী জ্যোতি, স্কোয়াশের মোঃ সাইমুন ইসলাম, সাঁতারের, মোঃ হোসাইন ও মোছাঃ জুঁই আক্তার, টেবিল টেনিসের খই খই সাই  মারমা ও আবুল হাসেম হাসিব, তায়কোয়ানডোর মো: শুভ ময়িা, টেনিসের কাব্য গায়েন ও হালমিা জাহান, ভলিবলের রাতুল আহমেদ,  ভারোত্তোলনের মো: রহমি ও উশুর আনন্দ বর্মন ও লিজা মনি।

বিকেএসপিতে বিদ্যমান ২১টি ক্রীড়া বিভাগের খেলোয়াড়দেরও সেরা খেলোয়াড়ের সম্মাননা সনদ প্রদান করা হয়। তারা হলেন আর্চারির মোঃ সাগর ইসলাম ও ফাহমিদা সুলতানা নিশা, এ্যাথলেটিক্সের তামিম হোসেন ও মোসাঃ তাসমিয়া হোসাইন, ব্যাডমিন্টনের মোঃ আব্দুল্লাহ আল সিয়াম , বাস্কেটবলের মোঃ আসিব আলি, বক্সিং’র আবীর মাহমুদ, ক্রিকেটের মারুফ মৃধা ও  মারুফা আক্তার, ফুটবলের নাজমুল হুদা ফায়সাল ও স্বপ্না রায়, জিমন্যাস্টিক্সের রাফিল আহমেদ  ও বনফুলি চাকমা , হকির মো: হোজাইফা হোসেন  ও অর্পিতা পাল, জুডোর মোঃ মনোয়ার হোসেন ও ফাবিয়া বুশরা, সাঁতারের মোছাঃ সোনিয়া ও মোছাঃ আনিকা আক্তার, কারাতের মোঃ আরিফুল ইসলাম, কাবাডির মোঃ ইয়াসনি ইসলাম নাহদি, শ্যূটিং’র জিদান হোসেন ও জাফিরাহ খানম চৌধুরী জ্যোতি, স্কোয়াশের  মোঃ সাইমুন ইসলাম,  সাঁতারের মোঃ হোসাইন ও মোছাঃ জুঁই আক্তার, টেবিল টেনিসের খই খই সাই  মারমা  ও আবুল হাসেম হাসিব, তায়কোয়ানডোর মো: শুভ ময়িা, টেনিসের কাব্য গায়েন ও হালমিা জাহান, ভলিবলের রাতুল আহমেদ,  ভারোত্তোলনের মো: রহমি এবং উশুর আনন্দ বর্মন ও লজিা মনি। 

অনুষ্ঠানে বিকেএসপির সাবেক কয়েকজন লিজেন্ড খেলোয়াড়, কোচ, শিক্ষক ও কর্মচারীগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিকেএসপির সকল পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!