আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ে নামে তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ড করে ১৬৯ রান।
আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পলের ১০৭ রানের পার্টনারশিপে বড় সংগ্রহ করে তারা। দু’জনই ফিটটির দেখা পান। ৪২ বলে ৬০ রান করে ফারিহা তৃষ্ণা বলে আউট হন তিনি। অন্যদিকে ৪৫ বলে ৭৯ করেন অপরাজিত থাকেন লিয়া পল।
বাংলাদেশের হয়ে জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার একটি করে উইকেট পান। বাংলাদেশের বিপক্ষ আয়ারল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ ১৬৯ রান। এখন ১৭০ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।
আগামী ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় টি-২০, খেলা আরম্ভের সময় দুপুর ২টা। তৃতীয় অর্থাৎ সিরিজের সর্বশেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, এটি শুরুর সময় সকাল ১০টা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের সব ম্যাচের ভেন্যু।
পরিসংখ্যান বলছে, আজকের ম্যাচের আগে এ পর্যন্ত দুদল টি-২০ ফরম্যাটে ১১ বার লড়েছে। আটবারই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, তিনবার আয়ারল্যান্ড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :