AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসির সদর দপ্তর পরিদর্শনে জয় শাহ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৭ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
আইসিসির সদর দপ্তর পরিদর্শনে জয় শাহ

আইসিসির নবনির্বাচিত চেয়ারম্যান জয় শাহ সংস্থাটির সদর দফতর পরিদর্শন করেছেন। এর মধ্য দিয়ে তিনি নিজের নতুন দায়িত্বের মেয়াদকাল শুরু করলেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইসিসি চেয়ারম্যান হিসেবে প্রথমবার দুবাইতে অবস্থিত সদর দফতর পরিদর্শন করেন জয় শাহ। সেখানে তিনি ক্রিকেটের অভিভাবক সংস্থার বোর্ড পরিচালক এবং কর্মীদের সঙ্গে দেখা করেন।

নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই পরিদর্শন আইসিসি বোর্ডে আমার সহকর্মীদের সঙ্গে সংযোগ স্থাপনে একটি অমূল্য সুযোগ দিয়েছে। আমরা এই দুর্দান্ত খেলার ভবিষ্যৎ গঠনের জন্য প্রাথমিক রোডম্যাপ এবং কৌশল নিয়ে আলোচনা করেছি। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করে নিবেদিত আইসিসি দলের সঙ্গে দেখা করে আমি তাদের মতো সমানভাবে আনন্দিত।’  

জয় শাহ তার এই পরিদর্শনকে ফলদায়ক এবং অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেসামনের দীর্ঘ পথ হাঁটার বিষয়টি উপলব্ধি করেন। তার ভাষ্য, ‘যদিও আমি যতটা দেখেছি তাতে উৎসাহিত হয়েছি। স্বীকার করি, এটি কেবল সূচনা মাত্র। ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় উন্নীতে কঠোর পরিশ্রম এখন শুরু হয়েছে। আমি আত্মবিশ্বাসী, এএকসঙ্গে আমরা এই দৃষ্টিভঙ্গি পূরণ করবো।’

গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন জয় শাহ। সদ্য সাবেক আইসিসি চেয়ারম্যান বার্কলে২০২০ সাল থেকে এই পদে অধিষ্ঠিত ছিলেন।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!