AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২১ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৪
লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স

প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়ে গ্লোবাল সুপার লিগ টি-২০ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে লিগপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়ে রংপুর শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটে।

এ জয়ে ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে রংপুর। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট করে পয়েন্ট আছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং লাহোরেরও। কিন্তু রানরেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট পায় রংপুর।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে রংপুর। লিগপর্বে ভিক্টোরিয়ার কাছে ১০ রানে হেরেছিল দলটি।

বৃষ্টির কারণে ৯ ওভারে নির্ধারিত হয় রংপুর-লাহোর ম্যাচ। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ বলে ৪৭ রানের সূচনা করেন রংপুরের দুই ওপেনার যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর ও সৌম্য সরকার। জুটিতে ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২২ রান করে আউট হন সৌম্য। এই জুটিতে টেইলর করেন ১৩ বলে ২৩ রান।

দলীয় ৪৭ রানে সৌম্য ফেরার পর ক্রিজে এসে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। টেইলরের সাথে দ্বিতীয় উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৩৮ রান যোগ করেন সাইফ। এতে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানের সংগ্রহ পায় রংপুর। মাত্র ১ উইকেট হারানোয় লাহোরকে বৃষ্টি আইনে ৯ ওভারে ১১১ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় রংপুর।

ব্যাট হাতে রংপুরের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন টেইলর। ১৪ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন সাইফ। টেইলর ও সাইফের ইনিংসে সমান ৪টি চার ও একটি ছক্কা ছিল।

৯ ওভারে ১১১ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় লাহোর। স্পিনার শেখ মেহেদী হাসানের করা ওভারের তৃতীয় বলে রান আউট হন লাহোরের ওপেনার অ্যাডাম রোসিংটন। এরপর চতুর্থ বলে লুক ওয়েলসকে এবং পঞ্চম বলে মোহাম্মদ ফাইজানের উইকেট শিকার করেন মেহেদী।

এক রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লাহোর। ইনিংসের তৃতীয় ওভারে লাহোরকে হারের মুখে ঠেলে দেন মেহেদী। তিনি মোহাম্মদ আশলাককে নিজের তৃতীয় শিকার বানান।

১৪ রানে ৪ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাহোর। নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেটে ৮৭ রানের বেশি তুলতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মির্জা বেগ।

রংপুরের হয়ে শেখ মেহেদী ২ ওভারে ১১ রানে ৩টি এবং ইংল্যান্ডের জ্যাক চ্যাপেল ২ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন টেইলর।


একুশে সংবাদ/ এস কে

Link copied!