ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর পূর্ণ ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যেটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদসহ বিশ্বের শীর্ষ ক্লাবগুলো থাকছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জমকালো আয়োজনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে এবং শীর্ষ দুটি দল পরবর্তী নকআউট পর্বে যাবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের ক্লাব আল আহলির বিরুদ্ধে।
ম্যাচগুলো ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, যেটি কানাডা এবং মেক্সিকোসহ ২০২৬ বিশ্বকাপের আয়োজন করবে। এখন থেকে প্রতি চার বছরে একবার ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যা আগে প্রতি বছর অনুষ্ঠিত হতো এবং এতে ৭টি দল অংশ নিত।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন আগামী গ্রীষ্মের টুর্নামেন্টের একচেটিয়া সম্প্রচার অধিকার অর্জন করেছে, যেখানে ৬৩টি ম্যাচ ২৯ দিনে অনুষ্ঠিত হবে।
গ্রুপ ‘এ’ থেকে টুর্নামেন্টে অংশ নেবে ইন্টার মায়ামি। রিয়াল মাদ্রিদ লড়াই করবে গ্রুপ ‘এইচ’ থেকে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি মাঠে লড়বে গ্রুপ ‘জি’ থেকে।
ড্র শেষে পূর্ণাঙ্গ গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: পালমেইরাস, এফসি পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
গ্রুপ বি: প্যারিস সেন্ট-জার্মেই, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, সিয়াটল সাউন্ডার্স
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
গ্রুপ ডি: ফ্লামেঙ্গো, এসপেরান্স স্পোর্টিভ ডি তিউনিস, চেলসি, ক্লাব লিওন
গ্রুপ ই: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি, ইন্টার মিলান
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বোরুশিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোডি সানডাউনস
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইনের, জুভেন্টাস
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সাল্সবুর্গ
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :