গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের চলমান আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ থেকে অংশ নেওয়া রংপুর রাইডার্স। বৈশ্বিক টুর্নামেন্টটির শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দলকে মোকাবিলা করবেন নুরুল হাসান সোহানরা।আগামীকাল (শনিবার) ভোরে ম্যাচটি মাঠে গড়াবে। তবে এরই মধ্যে রংপুরের ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একেতো ইনজুরির সমস্যা দলটিতে। নতুন করে যুক্ত হয়েছে আরও এক সমস্যা।
মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রংপুর শিবিরে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে বলায় বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। তার আগের দিন গায়ানাতে অনুষ্ঠিত হবে সুপার লিগের ফাইনাল। সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে ফাইনালের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সুপার লিগের ফাইনাল আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায়। পরের দিন তথা ৮ ডিসেম্বর রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। গায়ানা থেকে বাংলাদেশের প্রথম ওয়ানডের ভেন্যু সেন্ট কিটসের দূরত্ব প্রায় ১৪৫০ কি.মি.।
এখন বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ছাড় না দিলে ফাইনালে ওই তিন ক্রিকেটারকে পাবে না রংপুর। এমনকী একাদশ সাজানো নিয়েও বিপাকে পড়বে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও বিসিবির সঙ্গে এ ব্যাপারে তাদের আলোচনা চলছে বলেও শোনা যাচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :