AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহামেডানের কাছে বসুন্ধরা কিংসের হার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৯ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৪
মোহামেডানের কাছে বসুন্ধরা কিংসের হার

প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জন নিয়েও বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়েছে সাদা-কালো শিবিরেরা।

আগের ম্যাচে জয় নিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) আত্মবিশ্বাসে টইটম্বুর হয়েই মাঠে নামে দুই দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে লড়াই চলে সমান তালে। তবে ২৪ মিনিটে রাকিব হোসেনকে বক্সের বাইরে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার সুজন হোসেন। ফলে ১০ জন নিয়েই খেলতে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।

তার জায়গায় নামেন সাকিব আল হাসান। গ্লাভস হাতে বসুন্ধরা কিংসের একের পর এক আক্রমণে একমাত্র বাধা ছিল সাকিব। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৫৮ মিনিটে দিয়াবাতের গোলে জীবন ফিরে পায় বাণিজ্য পারার দলটি। মাঝমাঠ থেকে রাহিম উদ্দিনের থ্রু থেকে বল নিয়ে কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান তিনি।

এরপর ৭৪ মিনিটে বক্সের ভেতর রাহিমকে ফাউল করেন রিমন হোসেন। পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে পারেননি মালির এই ফরোয়ার্ড দিয়াবাতে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দিয়াবাতের শট রুখে দেন কিংস গোল রক্ষক শ্রাবণ।

এরপর বাকিটা সময় কিংসের আক্রমণ সামলাতে হয় সাকিবকে। তবে পাল্টা আক্রমণেও ছিল মোহামেডান।

এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলফাজ আহমেদের দল। এদিকে দিনের অপর ম্যাচে নাবিব নেওয়াজ জীবনের জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে ২-০ তে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!