AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ করলো রংপুর রাইডার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৬ পিএম, ৭ ডিসেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ করলো রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এই অর্জনকে তারা গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে শিরোপা উৎসর্গ করেছে। ফাইনালের পর এই ঘোষণা দেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। লক্ষ্য তাড়ায় খেই হারিয়ে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

ম্যাচ শেষে  নুরুল হাসান সোহান বলেন, আমাদের দেশে জুলাই-আগস্টে অনেক নিরীহ মানুষ মারা গেছেন। এই জয় আমি তাদেরকে উৎসর্গ করতে চাই।

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশই নেয়ার কথা ছিল না রংপুরের। বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা।

তবে বরিশাল স্বদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রংপুর। বিশ্বের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পাঁচ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে নিয়েছে দলটি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!