বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে বাফুফে। পেজটি পুনরুদ্ধারের জন্য দেশের ফুটবলের অভিভাবক সংস্থা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
সোমবার (৯ ডিসেম্বর) বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (৮ ডিসেম্বর) সারাদিন ফেসবুকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে ফেডারেশন। ফেসবুকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস গতকালই সন্ধ্যায় জমা দেওয়া হয়েছে।
ফেসবুকের সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রমে কিছুটা দেরি হচ্ছে। তবে ফেসবুক কর্তৃপক্ষের সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে ফুটবল ফেডারেশন। এমন পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য বাফুফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামে একটি ফেসবুক পেজ রয়েছে। গত কয়েক মাস ধরে সেই পেজটিতে জাতীয় দল সংক্রান্ত বিষয়াদি প্রকাশ করে থাকে বাফুফে। সেই পেজটি হ্যাকিংয়ের শিকারের বিষয়টি বাফুফে মিডিয়া বিভাগ জানায়।
কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। এতে বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বারবার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :