সৌদি আরবে ২০২৭ সালে হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইপর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। সি-গ্রুপে পড়া বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ভারত, সিঙ্গাপুর ও হংকংকে পেয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে সোমবার (৯ ডিসেম্বর) ড্র সম্পন্ন হয়। এরই মধ্যে ১৮টি দেশ এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। বাছাইপর্বের বাধা টপকে তাদের সঙ্গে যোগ দেবে আরো ছয়টি দল।
আগামী বছরের ২৫ মার্চ থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মাঠে গড়াতে যাওয়া বাছাইপর্বে ছয়টি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপের সেরা দল এশিয়ান কাপের ১৯তম আসরে খেলার টিকিট কাটবে। হোম ও অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ছয়টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাছাইপর্বের প্রথম দিন ২৫ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
ফিফা র্যাংকিং অনুযায়ী গ্রুপের প্রতিটি দলই ১৮৫তম স্থানে থাকা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে ভারতের অবস্থান ১২৭তম। হংকং ও সিঙ্গাপুরের যথাক্রমে ১৫৬ ও ১৬১তম স্থানে।
এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইপর্বের গ্রুপ তালিকা-
গ্রুপ-এ: তাজিকিস্তান, ফিলিপাইন, মালদ্বীপ, পূর্ব তিমুর।
গ্রুপ-বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই।
গ্রুপ-সি: বাংলাদেশ ,ভারত, সিঙ্গাপুর, হংকং।
গ্রুপ-ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলংকা।
গ্রুপ-ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান।
গ্রুপ-এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :