স্প্যানিশ কাপ প্রতিযোগিতা কোপা দেল রেতে তৃতীয় রাউন্ড থেকে অভিযান শুরু করতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ড্র’য়ে চতুর্থ স্তরের দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি।
তৃতীয় রাউন্ডে বার্সেলোনা মুখোমুখি হবে ইউডি বার্বাস্ত্রোর, যারা গত রাউন্ডে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দেপোর্তিভা মিনেরা, যারা আলাভেসকে টাইব্রেকারে হারিয়ে এই রাউন্ডে উঠেছে।
বার্সেলোনার জন্য বার্বাস্ত্রো পরিচিত প্রতিপক্ষ। গত মৌসুমেও তৃতীয় রাউন্ডে বার্বাস্ত্রোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছিল তারা। সেদিন বার্সার গোলদাতারা ছিলেন ফের্মিন লোপেস, রাফিনহা ও রর্বাট লেভানদোভস্কি।
দেপোর্তিভা মিনেরা তাদের ছোট মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে। দুই হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে স্পেনের সবচেয়ে সফল ক্লাবের বিরুদ্ধে এটি তাদের জন্য একটি বড় সুযোগ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও ও মায়োর্কা স্প্যানিশ সুপার কাপে খেলার সুযোগ পাওয়ার কারণে তারা সরাসরি তৃতীয় রাউন্ড থেকে কোপা দেলরে শুরু করছে। গতবারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিক বিলবাও টাইব্রেকারে মায়োর্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল।
তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। ম্যাচগুলো ডিসেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :