ফেডারেশন কাপের গতবারের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব হার দিয়ে শুরু করেছে এবারের আসর। বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে ১-০ গোলে হেরেছে সাদা-কালোরা।বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৮২ মিনিটের মাথায় বাঁ-দিক দিয়ে রাজন হাওলাদারের চমৎকার লক্ষ্যভেদে পিড পায় রহমতগঞ্জ।
তিন মিনিট পর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের জাহিদ হোসেন শান্ত। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলেও মোহামেডান গোল শোধে ব্যর্থ হয়।
এদিকে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রুপের আরেক খেলায় চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। সুমন রেজার গোলে ১৭ মিনিটে আকাশী-নীলরা এগিয়ে যায়।
বিরতির পর ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইব্রাহিম। চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেক ঠিকে দিয়ে ৮৭ মিনিটে নিশানাভেদ করেন ইয়াসিন খান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :