ফেডারেশন কাপে জয় দিয়ে মিশন শুরু করেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা।
ম্যাচের শুরু থেকেই চট্টগ্রামের দলটির ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মারুফুল হকের শিষ্যরা। তবে বিতর্কের জন্ম দিয়ে প্রথম গোলের দেখা পায় অভিজাত পারার দলটি। ম্যাচের ১৭ মিনিটে কামরুল ইসলামের ফ্রি কিকটি ইমন হেড করে পোস্টের ভেতরের দিকে লেগে জাল ছুঁতে থাকে। চট্টগ্রাম আবাহনীর এক রক্ষণভাগের খেলোয়াড় বল ক্লিয়ার করলে সেটি গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী লিমিটেড। ফলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সাত মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
গোল শোধ করার চেষ্টা করেও ব্যর্থ ছিল বন্দর নগরীর দলটি। এছাড়া প্রতিরোধেও ছিল ব্যর্থ। ওদিকে প্রথমার্ধে গোল ব্যবধান বাড়াতে মরিয়া ছিল মারুফুল হকের শিষ্যরা। তবে এক গোলের লিডেই শেষ করতে হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর উপর চড়াও হয়ে খেলতে থাকে ঢাকা আবাহনী। এর ফলও পেয়ে যায়। ম্যাচের ৭৬তম মিনিটে ইব্রাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। বক্সে ঢুকে গিয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। আবাহনীর হয়ে শেষ গোল করেন ইয়াসিন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :