আবুধাবি টি-১০ লিগে পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচ সানি ধীলনকে ছয় বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তার বিরুদ্ধে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রিকেটের অভিভাবক সংস্থা নেয় এই শাস্তিমূলক ব্যবস্থা।
২০২১ সালে আবুধাবি টি-১০ লিগ চলাকালীন সময় দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের তালিকায় ছিলেন ধীলন। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার অভিযোগে সেই তালিকায় বাংলাদেশ অলরাউন্ডার নাসির হোসেনের নামও ছিল।
ঐ সময়ে অভিযুক্তদের মধ্যে পুনে ডেভিলসের দুই সহ-মালিক (কৃষাণ কুমার চৌধুরী এবং পরাগ সাঙ্ঘভি), দুই ঘরোয়া খেলোয়াড়, তাদের ব্যাটিং কোচ (আসহার জাইদি) এবং দলের ম্যানেজার শাদাব আহমেদ ছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে দুই বছরের জন্য নিষিদ্ধ হন নাসির। এছাড়া জাইদি, সাঙ্ঘভি এবং কৃষাণকে ২০২৪ সালের আগস্টে নিষিদ্ধ করা হয়েছিল। তারা দুর্নীতি সংশ্লিষ্ট কার্যকলাপ এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের দায় স্বীকার করেছিলেন।
লিখিত এবং মৌখিক যুক্তির সম্পূর্ণ শুনানি এবং উপস্থাপনার পর ধীলনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুর্নামেন্টের জন্য ইসিবির কোডের উদ্দেশ্যে আইসিসি এবং মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার (ডিএসিও) প্রচেষ্টাগুলোকে ব্যাহত করেছে।
ধীলোনকে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ঐ তারিখ থেকেই তার সাজার মেয়াদ কার্যকর হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :