আগামী বছর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বভ্রমণের অংশ হিসেবে বর্তমানে টুর্নামেন্টের ট্রফিটি এখন বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবন প্রাঙ্গণে আয়োজনের উদ্বোধন হয়।
কক্সবাজারের লাবনী পয়েন্টে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ট্রফি রাখা হবে। সেদিন বিকেলেই ঢাকায় ফিরে আনা হবে এই ট্রফি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা রাখা হবে। এই সময় সমর্থকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৩ ডিসেম্বর) ট্রফি নেয়া হবে। সেখানে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক, স্পন্সর এবং গণমাধ্যমকর্মীরা ট্রফির সান্নিধ্য পাবেন।
বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত ঘুরে ট্রফি ঠাঁই পাবে আয়োজক দেশ পাকিস্তানে। সেখানে দীর্ঘ সাত বছর পর বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :