ডিসেম্বরে শীতের আগমনি বার্তার সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) থেকে চায়ের দেশ সিলেটে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। প্রথমবারের মত হতে যাওয়া এই আসরে পৃষ্ঠপোষকতা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওয়ালটন ও রিমার্ক।
টুর্নামেন্টটির নাম ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি-২০, পাওয়ার্ড বাই ওয়ালটন।’ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠে আয়োজিত হবে জমজমাট এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
লড়াই শুরুর আগে আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে জার্সি উন্মোচন হয়। নতুনত্ব রেখে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেনস মিট-আপ’।
আট দলের অধিনায়ক এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের আসরে অংশ নেওয়া দলগুলো হচ্ছে ঢাকা, ঢাকা মেট্রো, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী এবং সিলেট। আট দলের অধিনায়ক হলেন সাইফ হাসান (ঢাকা), নাঈম শেখ (ঢাকা মেট্রো), সোহাগ গাজী (বরিশাল), কাজি নুরুল হাসান (খুলনা), নাজমুল হোসেন শান্ত (রাজশাহি), আকবর আলি (রংপুর), জাকির হাসান (সিলেট) এবং ইয়াসির আলি (চট্টগ্রাম)।
উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদ করিম, ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
এনসিএল টি-২০’র সব ম্যাচ গড়াবে সিলেটে। আগামী ২৪ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে আট দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে। সব মিলিয়ে ম্যাচ হবে ৩২টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ১ ও গ্রাউন্ড ২ এ ম্যাচগুলো আয়োজন করা হবে। প্রতিযোগিতার ১৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাকি ১৪টি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব পেজ ও অ্যাপে।
আগামীকাল উদ্বোধনী দিনে চারটি ম্যাচে মাঠে নামবে আট দল। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ঢাকা মেট্রো এবং বরিশাল।
বিপিএলের বাইরে আরও একটি টি-টোয়েন্টি লিগের চাওয়া ছিল দীর্ঘদিনের। কারণ একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পেতেন না। আবার বিপিএলের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্যও এ টুর্নামেন্ট হতে পারে প্রস্তুতির দারুণ মঞ্চ। সবকিছু আমলে নিয়ে জাতীয় লিগে টি-টোয়েন্টি যুক্ত করেছে বিসিবি। যার প্রথম আসর শুরু হতে যাচ্ছে এবার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :