চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের খুব একটা সময় ভালো যাচ্ছে না। এবারের আসরে চার ম্যাচে তিনটিতেই দেখেছে হারের মুখ। তবে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ৩-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা।এবারের টুর্নামেন্টে এই ম্যাচের আগে অপরাজিত ছিল আটালান্টা। পুরো আসরে হজম করেছে মাত্র একটি গোল। সেই দলটির বিপক্ষে লড়াই করে জিতল মাদ্রিদ।
গিউইস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে খেলার ১০ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছিলেন না ফ্রেঞ্চ তারকা। তার পায়ে গোলও সেভাবে আসছিল না। অবশেষে সমালোচকদের জবাবটা দিলেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
এমবাপ্পের গোলের পর কয়েক দফা ইতালিয়ান ক্লাবটির রক্ষণভাগে আক্রমণ চালায় রিয়াল। তাতে অবশ্য গোল আদায় করতে পারেনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আটালান্টা। চার্লস ডি কেটেলায়ের গোলে তারা ঘরের মাঠে সমতায় ফেরে।
বিরতির পর ম্যাজিক দেখাতে শুরু করে রিয়াল। ৫৬ মিনিটে গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তিন মিনিট পর বেলিংহ্যামের ঝলক। কাউন্টার অ্যাটাক থেকে তিনি বল জালে জড়ালে রিয়ালের পক্ষে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। আদেমোলা লুকম্যানের লক্ষ্যভেদে ৬৫ মিনিটে ব্যবধান কমায় আটালান্টা বাকি সময়ে আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
দুই ম্যাচ হাতে রেখে ৩৬ দলের টেবিলে ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রিয়াল। শেষ ষোলোতে সরাসরি জায়গা পেতে তাদের শীর্ষ আটে থাকতে হবে। ছয় ম্যাচে প্রথম হারের স্বাদ পেয়ে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আটালান্টা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :