AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আর্থিক চুক্তি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৬ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৪
ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আর্থিক চুক্তি

খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি করল আমেরিকার বেসবল দল নিউ ইয়র্ক মেটস। জুয়ান সোটোর সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে তারা। চুক্তির অঙ্ক ৭৬৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬৪৯৩ কোটি টাকা।আগামী ১৫ বছর মেজর লিগ বেসবলে নিউ ইয়র্ক মেটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছরের সোটো। এর আগে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তির মালিক ছিলেন শোহেই ওতানি। তার সঙ্গে ১০ বছরের জন্য ৭০০ মিলিয়ন ডলার বা ৫৭৯৪ কোটি টাকার চুক্তি করেছিল মেজর লিগ বেসবলের অন্যতম দল লস অ্যাঞ্জেলস ডজার্স।

Juan Soto Will Sign With the New York Yankees | The Wright Way Network

সোটোর চুক্তি আর্থিক অঙ্কে তাকেও ছাপিয়ে গেল। কয়েকটি শর্ত পূরণ করতে পারলে সোটোর চুক্তির আর্থিক অঙ্ক ছুঁতে পারে ৮০৫ মিলিয়ন ডলার বা ৬৮৩১ কোটি টাকায়।

শর্ত অনুযায়ী সোটো ২০২৯ সালের পর চুক্তি ভেঙে দিতে পারবেন। এখন বছরে ৫১ মিলিয়ন ডলার বা প্রায় ৪৩৩ কোটি টাকা পাবেন তিনি। পাঁচ বছর পর তার বার্ষিক বেতন হওয়ার কথা ৫৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪৬৬ কোটি টাকা। নিউ ইয়র্ক মেটস সেই বেতন দিতে না চাইলে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারবেন বেসবল খেলোয়াড়। বেতন ছাড়াও আরও কিছু অর্থ পাবেন সোটো। বোনাস হিসাবে তাঁর পাওয়ার কথা ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬৩৬ কোটি টাকা।

The Mets Stole Juan Soto From the Yankees. Who‍‍`s the Big Spender Now? - The  New York Times

প্রথমে সোটোকে ১৬ বছরের জন্য চুক্তি করার প্রস্তাব দিয়েছিলেন নিউ ইয়র্ক মেটস কর্তৃপক্ষ। তাকে ৭৬০ মিলিয়ন ডলার বা ৬৪৪৯ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। বছরে গড়ে ৪৭.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪০৩ কোটি টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু চাহিদা বুঝে নিজের বেতন খানিকটা বাড়িয়ে নিয়েছেন সোটো। চুক্তির মেয়াদও কমিয়েছেন এক বছর। ২০১৮ সালে ওয়াশিংটন ন্যাশনালসের হয়ে মেজর লিগ বেসবলে অভিষেক হয়েছিল তার।
 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!