জিম্বাবুয়ে আফগানিস্তান ম্যাচের মোড় অবশ্য ঘুরে যায় যায় ১৫তম ওভারে। সেই ওভারে আফগানিস্তানের পেসার নবীন উল হক একাই করেন এক ওভারে ১৩টি বল। শুধু ১৩টি বল করলে নয় মানা যেত, তিনি সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটদের ব্যাটিংয়ের সামনে সেই ওভারে দিয়ে ফেলেন ১৯টি রান, আর সেখানেই খেলা নিজেদের দখলে আনে জিম্বাবোয়ে দল।
বড় বড় দলকে সাম্প্রতিক সময় বেগ দিতে দেখা গেছে আফগানিস্তান ক্রিকেট দলকে। এমার্জিং এশিয়া কাপে তো টিম ইন্ডিয়াকেও ধাক্কা দিয়েছে তাঁরা। এমনিতেও সাম্প্রতিক সময় সাউথ আফ্রিকা, বাংলাদেশের মতো দলকেও হারিয়ে দিয়েছে তাঁরা। কিন্তু হঠাৎই অঘটন। এবার জিম্বাবোয়ে দলের বিরুদ্ধেই হেরে গেল রশিদ খানদের আফগানিস্তান।
জিম্বাবুয়ে দল অবশ্য এবছরে একাধিক চমক দেখিয়েছে। সব থেকে বড় সাফল্য তাঁদের নিঃসন্দেহে ভারতীয় দলের বিরুদ্ধে টি২০ ম্যাচে জয়। এরপর তাঁরা পাকিস্তান এবং আফগানিস্তানকেও হারিয়েছে। সম্প্রতি জায়ান্ট কিলার আফগানিস্তানকে হারিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে সিকান্দার রাজার দল। প্রথম টি২০তে হারিয়ে, সিরিজে এগিয়েও গেছে জিম্বাবুয়ে।
ম্যাচের মোড় অবশ্য ঘুরে যায় যায় ১৫তম ওভারে। সেই ওভারে আফগানিস্তানের পেসার নবীন উল হক একাই করেন এক ওভারে ১৩টি বল। শুধু ১৩টি বল করলে নয় মানা যেত, তিনি সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটদের ব্যাটিংয়ের সামনে সেই ওভারে দিয়ে ফেলেন ১৯টি রান, আর সেখানেই খেলা নিজেদের দখলে আনে জিম্বাবুয়ে দল।
পরপর বেশ কয়েকটা ওয়াইড, সঙ্গে বাউন্ডারি দেন নবীন উল হক। এরপর অবশ্য তিনি জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজার উইকেটটিও তুলে নেন। এক্ষেত্রে রহমানুল্লাহ গুরবাজের ক্যাচটিরও প্রশংসা করতে হবে, কিন্ত শেষ পর্যন্ত নবীন উল হকরা আর সেই ওভারের ক্ষত মেরামতি করতে পারেননি, কারণ সেই সময়ই জিম্বাবোয়ে দল মোমেন্টায় পেয়ে যায়।
শেষ বলে গিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে দল। ব্রায়ান বেনেট ২৯ রান করেন। ৩২ রান করেন মায়ার্স। অবশ্য আফগানদের মধ্যে সব থেকে সফল বোলার নবীনই, কারণ তিনি একাই তিন উইকেট নেন তাও ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে। .যদিও দলকে জেতাতে পারেননি তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :