অ্যাডিলেডে মহম্মদ সিরাজ বনাম মার্নাস ল্যাবুশান লড়াইয়ের কথা নিশ্চই ভোলেননি। বল করতে এসে থামানোয় রেগে গিয়েছিলেন ভারতীয় পেসার। বল ছুড়ে মেরেছিলেন অজি ব্যাটারকে লক্ষ্য করে। পুরো ঘটনার জন্য দায়ী ছিলেন কিন্তু এক সমর্থক।
এবার সেই ঘটনায় জরিমানা করা হল তাঁকে। ক্ষমাও চেয়েছেন ওই ক্রিকেট প্রেমী। তবে তাঁর একটি ভুলের জন্য তাঁকে খরচ করতে হয়েছে ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৩৩ হাজার টাকা। অস্ট্রেলিয়া বনাম ভারতের দ্বিতীয় টেস্টে শিরোনামে ছিল মহম্মদ সিরাজ। একবার নয়, দু`বার তাঁকে মাঠে মেজাজ হারাতে দেখা যায়। ট্র্যাভিস হেডের সঙ্গে বাকযুদ্ধে জড়ান তিনি। যেই কারণে জরিমানাও দিতে হয়েছে তাঁকে।
সেই ঘটনার আগে ল্যাবুশানের সঙ্গেও ঝামেলা হয় সিরাজের। ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৫ তম ওভারে। ব্যাট করছিলেন ল্যাবুশান। বল করছিলেন সিরাজ। সেই সময় ওভারের এক বলে যখন সিরাজ বল করার জন্য দৌড়ে অনেকটা চলে এসেছিলেন তখন তাঁকে থামান ল্যাবুশান। আসলে ইচ্ছাকৃত নয়, সাইট স্ক্রিনের পাশ দিয়ে এক দর্শক বিয়ারের গ্লাস জমা করে তা দিয়ে বিরাট সাপের আকার বানিয়ে পাস করছিলেন, সেই কারণেই সমস্যা হওয়ায় সিরাজকে থামান অজি ব্যাটার। এবার তার জন্য বড় মাশুল দিতে হল ওই সমর্থককে। নাম তাঁর লাচি বার্ট। জানা যাচ্ছে, ২৭৫০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে তাঁকে।
মার্নাসের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এক টিভি চ্যানেলে বার্ট বলেন, ‘আমি সত্যিই সেই সময় বুঝতে পারিনি আমি কী করছি এবং এর ফল কী হতে পারে। আমার খুব খারাপ লাগছে। এটা করা আমার উচিত হয়নি। আমায় ক্ষমা করে দিও মার্নাস।’
তিনি আরও যোগ করেন, ‘এরকম কাজ করা মোটেও উচিত নয়, তবে ঘটনায় কেউ আহত তো হয়নি। আমি তো আর দর্শক আসন থেকে লাফ দিয়ে মাঠে ঢুকে পড়িনি। ওটা একটা বল ছিল এবং এরপর মার্নাস চার মেরেছিল।বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। সেই সময় আমার মাথায় একটাই জিনিস চলছিল। ভাবছিলাম কীভাবে সিকিউরিটি গার্ডের চোখ এড়িয়ে বিয়ার গ্লাসগুলি নিয়ে এগোব। তখন আমি ওই জায়গা টা দেখতে পেলাম এবং দেখলাম সেখানে একটা সাদা দড়ি দেওয়া রয়েছে।’ তবে লিচের এই ছোট্ট ঘটনা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল অ্যাডিলেডে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :