AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা বন্ধ থাকায় কাটা হয়নি কোনো ওভার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:০০ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা বন্ধ থাকায় কাটা হয়নি কোনো ওভার

৩২২ রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৩১ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়েছে দলটি। দলীয় ৪৯ রানের সময় বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় খেলা। যদিও অ্যাকুওয়েদার –এর তথ্য অনুযায়ী, ম্যাচের ভেন্যু সেন্ট কিটসের বাসেটেরেতে আজ বৃষ্টি নামার কোনো সম্ভাবনা ছিল না। জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন আরও ২৭৩ রান। এরপর ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব বেশি সুবিধা করতে পারছিল না। একটি করে উইকেট নেন হাসান-নাসুম। কার্টি ৯ ও রাদারফোর্ড ১০ রানে অপরাজিত আছেন।

 

এমন সময়েই নেমে আসে বৃষ্টি। ৭.৪ ওভারে ৪৯ রানে থাকা অবস্থায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৯ রানে কিসি কার্টি এবং ১০ রানে তখন ব্যাট করছিলেন শেরফানে রাদারফোর্ড।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় ওপেনার ব্রেন্ডন কিংসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রান আউটের শিকার হন কিং। এ সময় তিনি করেন ১৫ রান। আরেক ওপেনার অ্যালিক আথানাজে ৭ রান করে বোল্ড হন নাসুম আহমেদের বলে। 

বড় সংগ্রহ তাড়ায় নেমে ব্যাট হাতে ব্র্যান্ডন কিং জ্বলে উঠেছিলেন। নাসুম আহমেদকে দ্বিতীয় ওভারে দুটি চার ও একটি ছয় মেরে ১৪ রান তোলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। কিন্তু শেষ বলে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। ১৯ রানে প্রথম উইকেট হারাল ক্যারিবিয়ানরা। ১০ বলে ১৫ রান করেন কিং। এরপর দ্বিতীয় উইকেট যেতেও সময় লাগেনি। দলীয় ২৮ রানের মাথায় নাসুমের বলে বোল্ড হয়ে ফেরেন আলিসক আথানাজে। তার ব্যাট থেকে আসে ৭ রান। এরপর দলীয় ৩১ রানের মাথায় শাই হোপের বিদায়ে তৃতীয় সাফল্য পায় সফরকারীরা। ৬ বলে ৩ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

 

দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে দ্রুত ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে টাইগাররা। ১৩৬ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। সৌম্য সরকার ৭৩ রান করে এবং মিরাজ ৭৭ রান করে আউট হন।

 

৬ষ্ঠ উইকেটে জুটি বেধে ১৫০ রান যোগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। ৮৪ রান করেন রিয়াদ এবং ৬২ রান করেন জাকের আলী অনিক।

চারটি বড় ফিফটির ওপর ভর করে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম দুই ম্যাচ হারের কারণে সিরিজের এই শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। 

Link copied!