AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করপোরেট ক্রিকেটে নৌবাহিনীর জয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১১ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
করপোরেট ক্রিকেটে নৌবাহিনীর জয়

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে শুক্রবার একমাত্র ম্যাচে সেনা কল্যাণ সংস্থাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। মারুফ হোসেন সর্বোচ্চ ৬৭ রান করেন। ৫৭ বলে সাজানো ইনিংস সমৃদ্ধ ছিল ৬ চার এবং দুই ছক্কায়। তৌফিক হাসান সওদাগর ৩ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। আবরার বশিরের ব্যাট থেকে আসে ৩২ রান। নৌবাহিনীর সাইমুম ইসলাম ৪০ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে বাশার আলীর দৃঢ়তায় শক্ত সূচনা পায় নৌবাহিনী। আকিফুর রহমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৪ এবং রাফসান বুলবুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন এ ওপেনার। ৬৮ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০ রান করে আউট হন বাশার আলী। মাঝে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল নৌবাহিনী। আরাফাত ইসলামের অপরাজিত ৫৪ বলে ৫০ এবং ইমরান হাসানের ৪১ রানের ইনিংসে ভর করে দারুণভাবে ঘুরেও দাঁড়ায় দলটি। তারপরও ম্যাচ নিয়ে কৌতূহল ছিল—জয়ের সম্ভাবনা ছিল সেনা কল্যাণ সংস্থারও। শেষদিকে মাত্র ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংসে সেনা কল্যাণ সংস্থার সম্ভাবনায় জল ঢালেন শাহরিয়ার বারী চৌধুরী। 

২ চার ও এক ছক্কায় দ্রুত ম্যাচ শেষ করে দেন তিনি। ৪ ওভার ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় নৌবাহিনী। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন সেনা কল্যাণ সংস্থার মারুফ হোসেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন মারুফ হোসেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!