আফ্রিকার দেশ মোজাম্বিকের রাজধানী মাপুতো শহরের কেন্দ্রীয় কারাগারে দাঙ্গায় নিহত হয়েছে ৩৩ জন। আহত হয়েছেন ১৫ জন। এবং কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গিয়াছে।
মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যে আন্দোলনকারীরা রাজধানী মাপুতোর কেন্দ্রীয় কারাগার ভেঙে পেলেছে। এটি রাজধানী থেকে প্রায় ১৫ কিলোমিটার (নয় মাইল) দূরে অবস্থিত। সে সময় হাজার হাজার বন্দী পালিয়ে যেতে স্বক্ষম হয়েছে। তবে সঠিক কতজন লোক পালিয়ে গিয়াছে তা এখনও বিতর্কিত রয়েছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ক্রিসমাসের দিনে (২৫ ডিসেম্বর) মাপুটো সেন্ট্রাল প্রিজনে (কেডিয়া সেন্ট্রাল ডি মাপুটো) একটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
পুরস্কার বিজয়ী জিম্বাবুয়ের সাংবাদিক হোপওয়েল চিনওনো এক্স-এ পোস্ট করেছেন যে মোজাম্বিকের মানবাধিকার কর্মী অধ্যাপক আদ্রিয়ানো নুভুঙ্গা তাকে ফোনে প্রায় ২৫০০ বন্দীদের পালিয়ে যাওয়ার বিষয়ে অবহিত করেছেন।
বুধবার পুলিশ জেনারেল কমান্ডার বার্নার্ডিনো রাফায়েল বলেছেন, কারাগার থেকে পালানোর চেষ্টাকারীদের মধ্যে কারাগারের কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, কারাবন্দী প্রায় ১৫৩৪ জন কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ১৫০ জনকে পুনরুদ্ধার করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :