AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বোলিং অ্যাকশনে ত্রুটি

নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০৮ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান

১৮ বছর কাটিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ৩৭ বছরে এসে ক্যারিয়ারের শেষের রেখা দৃশ্যমান হতে দেখছেন। এমন সময়ে এসেই কিনা সাকিব আল হাসানকে শুনতে হলো, তাঁর বোলিং অ্যাকশান অবৈধ!

ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ জানিয়েছে, সাকিব বোলিং অ্যাকশানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে তাঁর বোলিং অ্যাকশানকে অবৈধ ঘোষণা করেছে তারা। তবে এ নিষেধাজ্ঞা শুধু ইসিবি আয়োজিত টুর্নামেন্টে কার্যকর হবে। অর্থাৎ আরেকবার বোলিং অ্যাকশানের পরীক্ষা দিয়ে পাশ করার আগ পর্যন্ত কাউন্টির মতো ইসিবি আয়োজিত টুর্নামেন্টগুলোতে বোলিং করতে পারবেন না সাকিব।  

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশান নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। ক্রিকইনফো জানিয়েছে, এই মাসের শুরুতে লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশানের পরীক্ষা দিয়ে এসেছেন সাকিব। তাতে পাশ করতে পারেননি। সাকিবের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ১০ ডিসেম্বর থেকে, সেদিনই সাকিবের বোলিং অ্যাকশান পরীক্ষার ফল ইসিবি হাতে পেয়েছে বলে জানাচ্ছে ক্রিকইনফো।

এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে চাইলে সাকিবকে আবার তাঁর বোলিং অ্যাকশানের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে, বোলিংয়ের সময় কনুই বাঁকানোর ক্ষেত্রে আইসিসি নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে কম বাঁকে তাঁর কনুই।

এরই মধ্যে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে শেষ ম্যাচটি বিশ্বকাপেই খেলে ফেলেছেন বলে ঘোষণা দিয়ে ফেলা সাকিব টেস্ট থেকেও অবসরে যেতে চেয়েছিলেন গত অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি খেলে। তবে তা হয়নি। দেশের রাজনৈতিক পরিস্থিতির বদলের পর গত নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত সাকিবের নামে মামলা হওয়া এবং তাঁকে দেশের জার্সিতে আর খেলতে না দিতে মিরপুর স্টেডিয়ামের সামনে মিছিল হয় তখন, সেটিকে কেন্দ্র করে নিরাপত্তাশঙ্কার কারণে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করে দেয় বিসিবি।

এরপর থেকে ওয়ানডেতেও আর সাকিবকে দেখা যায়নি বাংলাদেশের জার্সিতে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!