অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। হোয়াইটওয়াশের লজ্জার পাশাপাশি সিরিজের দ্বিতীয় ম্যাচে ধীর গতিতে বোলিং করার জন্য শাস্তিও পেয়েছে টিম ইন্ডিয়ার মেয়েরা।
ব্রিসবেনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বল করায় জরিমানার কবলে পড়েছে হারমানপ্রীত কৌরের দল। আইসিসি আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর এই অভিযোগ মেনে নিয়েছেন এবং শাস্তি স্বীকার করেছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারত ৫ উইকেটে হেরেছিল। দ্বিতীয় ওয়ানডেতে ১২২ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে। তৃতীয় ও শেষ ম্যাচে ৮৩ রানের ব্যবধানে হেরে তারা হোয়াইটওয়াশের লজ্জায় ডুবে যায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :