সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়েকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। ফলে তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণীতে রূপ নিয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) মাঠে গড়ানো ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের নামা আফগানরা দারউইশ রাসুলির ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায়। রাসুলি ৪২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
আজমতউল্লাহ ওমরজাই করেন ২৮ রান এবং গুলবাদিন নায়েবের ব্যাট থেকে আসে ২৬ রান। জিম্বাবুয়ের হয়ে ট্রেভর গোয়ান্ডু ও রায়ান বার্ল দুটি করে উইকেট নেন।
১৫৪ রানের লক্ষ্যে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। রশিদ খান, মুজিব উর রহমান এবং নাভিন উল হকের বোলিং তোপে স্বাগতিকরা ১৭.৪ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায়। সিকান্দার রাজা সর্বোচ্চ ৩৫ রান করেন। ব্রায়ান বেনেট করেন ২৬ বলে ২৭ রান এবং তাসিঙ্গা মুসেকিওয়া যোগ করেন ১৩ রান।
আফগানদের পক্ষে রশিদ ২০ রানে ৩টি, মুজিব ৩০ রানে ২টি এবং নাভিন মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট।
শনিবার (১৪ ডিসেম্বর) ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। বাংলাদেশ সময়য় বিকেল সাড়ে ৫টায় আরম্ভ হবে ম্যাচ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :