AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ মাঠে নামবে আবাহনী-মোহামেডান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:১৯ এএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
আজ মাঠে নামবে আবাহনী-মোহামেডান

কুমিল্লায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলের সমর্থকরা এই ম্যাচ উপভোগ করতে মুখিয়ে আছেন।শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে  শুরু হবে ম্যাচটি। একই সময় গাজীপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও পুলিশ এফসি। অন্য ম্যাচে বিকেল সাড়ে ৫টায় কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন বসুন্ধরা।

দুই রাউন্ড শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিও সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে। ঢাকা আবাহনীও প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। গোল পার্থক্যে টেবিলে তৃতীয় স্থানে আবাহনী।

গত বছর তিনটি রানার্সআপ ট্রফি জিতেছে মোহামেডান। এবছর অবশ্য শিরোপা জেতার প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে সাদা কালোরা। দলে ভিড়িয়েছে দেশের অন্যতম সেরা ফুটবলারদের। বিদেশি ফুটবলারও ভালো মানের রয়েছে তাদের। সবচেয়ে বড় কথা, তাদের দলে রয়েছেন বাংলাদেশ লীগে সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড মালির সোলেমান দিয়াবাতে। এই মূহূর্তে ঢাকার ফুটবলে যিনি সেরা মানের একজন ফরোয়ার্ড। লিগের দ্বিতীয় রাউন্ডে তার গোলেই বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে হারিয়েছে মোহামেডান। তাই আজও ফেভারিট মতিঝিল পাড়ার ক্লাবটি।

অন্যদিকে এবারের মৌসুমে দল গড়তেই গলদঘর্ম হতে হয়েছে ঢাকা আবাহনীকে। অর্থনৈতিক কারণে এবার বিদেশিদেরও দলে টানতে পারেনি আকাশী-নীলরা। তারপরও দুই রাউন্ডের দুই ম্যাচেই জিতেছে তারা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!