AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেলো মোহামেডান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪২ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেলো মোহামেডান

শেষ দিকে এসে সাদা-কালো জার্সির মোহামেডানকে চেপে ধরেছিল আকাশি-নীল জার্সির আবাহনী। হার এড়ানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করছিলো তারা। তবে ভাগ্য সুপ্রসন্ন না হলে যা হয়। জালে বল জড়ালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। সুলেমানের প্রথমার্ধে দেওয়া একমাত্র গোলই পার্থক্য গড়ে দেয় খেলার। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জিতে যায় মোহামেডান। প্রিমিয়ার লিগে সাদা-কালোরা ১-০ গোলে আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে মোহামেডান। এ দিন চার বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামে মোহামেডান। অন্যদিকে কোনো বিদেশি ফুটবলার ছিল না আবাহনীর।

আক্রমণের ধার শুরু থেকেই ছিল মোহামেডান শিবিরে। ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ক্রস থেকে বল পেয়ে ইমানুয়েল সানডের শট বারের ওপর দিয়ে চলে যায়। খেলার ২০ মিনিটে দিয়াবাতের ক্রসে সানডের হেড লক্ষ্যে ছিল না।

এ ছাড়াও কিছু আক্রমণ ছিল সাদা-কালোর। ৪০ মিনিটে ইমানুয়েল টনির মধ্যমাঠ থেকে নেওয়া শট গোল রক্ষক মিতুল মারমা তালুবন্দি করেন। যোগ করা সময়ে দিয়াবাতে হেডে অবশেষে মোহামেডান গোলের দেখা পায়। এই এক গোলের লিডে বিরতিতে যায় মোহামেডান।

বিরতির পর মারুফুল হকের শিষ্যরা কিছুটা প্রতিরোধও গড়ে তোলে। অপরদিকে আক্রমণ থামায় নি মোহামেডান। ৪৮ মিনিটে আর্নেস্ট বোয়েটাং ৬ গজ দুর থেকে বাঁ পায়ের শট নিলে তা লক্ষ্যে ছিল না। ৭০ মিনিটে মোহামেডানের রহিম উদ্দিনের ওভারহেড কিক, বার পোস্ট মিস করে।

৪ মিনিট পর সানডের পাসে বক্সে ঢুকে মালির এই স্ট্রাইকার দিয়াবাতে শট নিলেও বার পোস্টে লেগে তার দ্বিতীয় গোল বঞ্চিত হন। শেষ দিকে নিজেদের মেলে ধরার চেষ্টা করে আবাহনী। ইনজুরি টাইমে সুমন রেজার পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে আরমান ফয়সাল আকাশ শট নিলেও তা জাল খুঁজে পায়নি।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল মোহামেডান। তিন ম্যাচ জয়ে ৯ পয়েন্ট আলফাজ আহমেদের দলের। মোহামেডানের কাছে হেরে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেল ধানমন্ডির ক্লাব আবাহনী।

দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ ব্যবধানে হারিয়ে তিনে উঠে এলো বাংলাদেশ পুলিশ এফসি। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এক পয়েন্ট বেশি থাকায় দুইয়ে ব্রাদার্স ইউনিয়ন।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!