ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। চলতি মৌসুমের শুরুতে দলটি ভালো করলেও শেষ কয়েক ম্যাচে ইতিবাচক পারফরমেন্স করতে পারেনি। রোববার (১৫ ডিসেম্বর) রাতের ডার্বি ম্যাচে ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে সিটিরা।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ইপিএলে মিলিয়ে সব প্রতিযোগিতায় গত ১১ ম্যাচে সিটি হেরেছে ৮টি এবং জিতেছে মাত্র ১টি। বর্তমানে তারা ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে, যা শীর্ষে থাকা লিভারপুল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে।
ঘরের মাঠ ইত্তিহাদ। শুরু থেকেই ম্যানচেষ্টার ডার্বিতে আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। খেলার ৩৬ মিনিটে সিটির হয়ে গোলটি করেন র্গারভার দিলো। তাতে প্রথমার্ধে ১-০ স্কোর লাইনে শেষ করে সিটি।
বিরতির পর ম্যাজিক দেখাতে শুরু করেই দুই দলেই। খেলার ৮৮ মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ (১-১)।
এরপর মাত্র ১১৫ সেকেন্ড পর দিয়ালো নিজেই চমৎকার একটি অ্যাঙ্গেল থেকে গোল করে। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-১। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেষ্টার ইউনাইটেড।
ম্যাচ শেষে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ বলেন, দিয়ালো দুর্দান্ত খেলছে। আমি মনে করি তার কাছ থেকে আরো ভালো কিছু আসছে। যখন সে এমন খেলায় থাকে, তাকে থামানো অসম্ভব।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :