ক্রিকেটে মহান বিজয় দিবসটি জয়ে রাঙিয়ে তুলেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের পর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকেও এসেছে জয়ের বার্তা। উইন্ডিজের টি-২০ সিরিজে জাতীয় পুরুষ দলের জয়ের পর নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও শুভসূচনা পেয়েছে লাল-সবুজের দল।
সোমবার বিউমাস ওভালে শ্রীলংকার বিপক্ষে ২৮ রানে জিতেছে বাঘিনীরা। বৃষ্টির কারণে ১৭ ওভারে এমে আসা ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। জবাবে লঙ্কানরা বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে ৮ উইকেটে ৯৮ রানেই থেমে যায়।
দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারালেও মোসাম্মাৎ ইভা ও সুমাইয়া আক্তার দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করে সেই ধাক্কা সামলান। এরপর অবশ্য ৬১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে টিম টাইগ্রেস আবারো চাপে পড়ে। ইভা ১৮ ও সুমাইয়া ২৪ রান তুলে সাজঘরে ফেরেন।
ষষ্ট উইকেটে ৪৯ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা চালান আফিয়া আশিমা ও সাদিয়া আক্তার। ইনিংসের শেষ ১০ বলের মধ্যে বাংলাদেশ দ্রুত ৪ উইকেট হারায়। আফিয়া ২৫ ও সাদিয়া ২৫ বলে এক চার ও ৩ ছক্কায় দলের হয়ে সর্বাধিক ৩১ রান করেন।শ্রীলংকার হয়ে বল হাতে সবচেয়ে সফল রাশ্মিকা সেওয়ান্দি চার ওভারে ২৩ রান খরচায় পান ৪ উইকেট। এছাড়া প্রমুদি মেথসারা ও আসেনি থালাগুনে ২টি করে উইকেট পান।
লক্ষ্য তাড়ায় ওপেনার সাঞ্জনা কাবিন্দি উড়ন্ত সূচনা এনে দিলেও আরেক ওপেনার হিরুনি হানসিকা কোনো রানের খাতা না খুলেই ড্রেসিং রুমে ফেরেন। এরপর সাঞ্জানা ১৩ বলে ৫ চারে ২১ রানে নিশিতা আক্তার নিশির দ্বিতীয় শিকারে পরিণত হন।
বাকি ব্যাটাররা রানের গতির সঙ্গে তাল মিলিয়ে ক্রিজে থাকতে পারেননি, আসা-যাওয়ায় ছিলেন ব্যস্ত। লিমানসা থিলকরথনা (১৬), সুমুদু নিসংসালা (১৫) ও রাশ্মিকা সেওয়ান্দি (২০) দুই অংকের ঘরে গেলেও স্ট্রাইক রেট সময় উপযোগী ছিল না।বাঘিনীদের হয়ে ম্যাচসেরা নিশিতা আক্তার নিশি চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে পান ২ উইকেট। সুমাইয়া আক্তার ও ফারজানা ইয়াসমিন যথাক্রমে ১২ রানে ৩টি ও ২টি এবং আফিয়া আশিমা একটি উইকেট পান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :