AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিবের ইস্যু নিয়ে যা বললেন প্রধান নির্বাচক লিপু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:১৫ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
সাকিবের ইস্যু নিয়ে যা বললেন প্রধান নির্বাচক লিপু

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি বেশ জটিল। ভারত সফরে গত সেপ্টেম্বরে টেস্ট সিরিজের পর তিনি জাতীয় দলের বাইরে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা।ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। সরকারের কাছে থেকে সবুজ সংকেত পেয়ে দেশে ফেরার পথে দুবাইতে তার যাত্রা থামে। তাকে নিয়ে দেশে তৈরি হওয়া উত্তাল পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনায় তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়।

এদিকে ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। যার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি।

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বোলিং। এমনকি দেশের বাইরে কোনো ঘরোয়া টুর্নামেন্টেও বোলিংয়ে দেখা যাবে না তাকে। অবশ্য বোলিং নিষিদ্ধ হলেও সাকিবের খেলায় কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু তার দলে ফেরা নিয়ে অচলাবস্থা কাটছে না। দেশের মাটিতে তো নয়ই, ভারতের পর কোনো বিদেশ সফরেও তাকে দেখা যায়নি।  বিসিবির পক্ষ থেকেও এখন পর্যন্ত এ ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হচ্ছে না।

আজ মিরপুরে সাকিব ইস্যুতে প্রশ্ন করলে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‍‍`কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা। এটা (সাকিবের) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়। যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে। ‍‍`

অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার। গত সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে সবমিলিয়ে ৯টি উইকেট নিয়েছিলেন সাকিব।

ম্যাচের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সাকিব। তাতে প্রমাণ পাওয়া গেছে, সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকেছে বোলিংয়ের সময়।বর্তমানে লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে আজকের ম্যাচে ৩ বলে ৬ রান করেন তিনি। সেখানে কেবল ব্যাটার হিসেবেই তিনি খেলছেন।

বিসিবি জানিয়েছে, আইসিসির ১১.৪ ধারার অধীনে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। যদি এই পরীক্ষার ফলে তার বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়, তবে তিনি আন্তর্জাতিক এবং সব ধরনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!