মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচে বড় জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ। দেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের ঝোড়ো ৫৮ রানের সুবাদে ৯ উইকেটে জয় পায় শহিদ জুয়েল একাদশ।সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে শহিদ মুশতাক ও জুয়েলকে উৎসর্গ করে ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে শহিদ মুশতাক ও শহিদ জুয়েল একাদশে ভাগ হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।
ম্যাচে দারুণ পারফর্ম করেন মোহাম্মদ রফিক। ১৬১.১১ স্ট্রাইক রেটে মাত্র ৩৬ বলে ৫৮ রানের ইনিংস উপহার দেন তিনি। তার ব্যাটে চড়েই শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শহিদ জুয়েল একাদশ। ব্যাট হাতে দারুণ করা রফিক বোলিংয়েও নিয়েছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাকে উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন রফিক।
আগে ব্যাট করে ১৫ ওভারে ১২৮ রান করে শহিদ মুশতাক একাদশ। জবাব দিতে নেমে ১৪.২ ওভারে ১৩৩ রান করে জয় তুলে নেয় শহিদ জুয়েল একাদশ। রফিকের সঙ্গে ওপেনিংয়ে নামা এহসানুল হক খেলেছেন অপরাজিত ৪৩ রানের ইনিংস। তিনে নেমে শাহরিয়ার নাফিস অপরাজিত ছিলেন ১৬ রানে। তবে রফিক ও এহসানুলের শতরানের উদ্বোধনী জুটিই শহিদ জুয়েল একাদশের জয়ের ভিত গড়ে।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে শহিদ মুশতাক একাদশকে ভালো শুরু এনে দিয়েছিলেন মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার। তবে তাদের জুটির পঞ্চাশ হওয়ার আগে ১৪ রান করা অপিকে ফিরিয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স। আরেক ওপেনার হান্নান আউট হয়েছেন ২৫ রানে।
পরবর্তীতে মিনহাজুল আবেদিন নান্নু ১২, রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ১৯, মুশফিকুর ১০ এবং হাসিবুল হাসান শান্ত ১২ রান করেছেন। ১৫ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শহিদ মুশতাক একাদশ। শহিদ জুয়েল একাদশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের ও রফিক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :