AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিসবেন টেস্টের মাঝেই অজি শিবিরে বিরাট ধাক্কা!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৬ এএম, ১৭ ডিসেম্বর, ২০২৪
ব্রিসবেন টেস্টের মাঝেই অজি শিবিরে বিরাট ধাক্কা!

গাব্বায় চতুর্থ দিনে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোট পেলেন নির্ভরযোগ্য অজি পেসার জোশ হ্যাজেলউড। চোট পরীক্ষা করার জন্য তড়িঘড়ি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় হেজেলউডকে। ফলে চতুর্থ দিনে একজন বোলার কম নিয়েই লড়াই চালাতে হয় অস্ট্রেলিয়াকে।

পার্থের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নেন জোশ হ্যাজেলউড। তবে চোটের জন্য অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। অ্যাডিলেডে হ্যাজেলউডের জায়গায় মাঠে নেমে দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নেন স্কট বোল্যান্ড।

যদিও ব্রিসবেনের তৃতীয় টেস্টের আগে হ্যাজেলউড ফিট হয়ে ওঠায় অ্যাডিলেডে প্রভাবশালী বোলিং সত্ত্বেও গাব্বায় মাঠে নামার সুযোগ হয়নি বোল্যান্ডের। তাঁকে সরিয়ে দলে ফেরেন হ্যাজেলউড। তবে ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে মাত্র ১ ওভার বল করেই মাঠ ছাড়েন তিনি। হ্যাজেলউডকে মাঠেই ফিজিও ও ক্যাপ্টেনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায়। তার পরেই তিনি মাঠে ছেড়ে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেন।

হ্যাজেলউড কেন মাঠ ছাড়েন, কারণটা অনুমান করতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। তবে পরে অজি টিম ম্যানেজমেন্টের তরফে ছবিটা স্পষ্ট করা হয়। হ্যাজেলউড কাফ মাসলে সমস্যা অনুভব করছেন। তাঁর চোট কতটা গুরুতর, সেই বিষয়ে নিশ্চিত হতেই তারকা পেসারকে তড়িঘড়ি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।

হ্যাজেলউড ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে সাকুল্যে ৬ ওভার বল করেছেন। ২টি মেডেন-সহ ২২ রান খরচ করে তিনি ১টি উইকেট সংগ্রহ করেছেন। হ্যাজেলউড সাজঘরে ফেরান বিরাট কোহলিকে। তবে ব্রিসবেন টেস্টে হ্যাজেলউডের পুনরায় মাঠে নামার সম্ভাবনা কম। সুতরাং, অন্যতম সেরা পেসারকে ছাড়াই ব্রিসবেনের বাকি সময়ে লড়াই চালাতে হবে প্যাট কামিন্সদের।

হেজেলউড চোট পাওয়ায় মেলবোর্নের বক্সিং ডে টেস্টের দরজা খুলে যেতে পারে স্কট বোল্যান্ডের সামনে। অজি দলনায়ক প্যাট কামিন্স আগেই জানিয়েছেন যে, বাকি সিরিজে পুনরায় মাঠে দেখা যেতে পারে বোল্যান্ডকে। 

তিনি এও জানান যে, অ্যাডিলেডে ভলো খেলা সত্ত্বেও বোল্যান্ডকে ব্রিসবেনে বাদ দিতে হওয়ায় দুঃখিত তিনি এবং আরও হতাশ হবেন, যদি বাকি সিরিজে স্কট পুনরায় মাঠে নামার সুযোগ না পান। এখন দেখার যে, হ্যাজেলউডের চোট কতটা গুরুতর।


একুশে সংবাদ/ এস কে

Link copied!