পরাজয় দিয়ে ফেডারেশন কাপের এবারের আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে গোপীবাগের ক্লাবটি। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন গাম্বিয়ার ফরোয়ার্ড মুস্তাফা দ্রাম্মেহ এবং সাজ্জাদ হোসেন।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে খেলার ৮ মিনিটে মিডফিল্ডার কাওসার আলী রাব্বির গোলে লিড পায় ব্রাদার্স। বিরতির আগে ২৪ ও ২৮ মিনিটে যথাক্রমে মুস্তাফা এবং সাজ্জাদের লক্ষ্যভেদে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
দ্বিতীয়ার্ধে মুস্তাফা-সাজ্জাদ জুটির দাপটে দিশেহারা হয়ে পড়ে ঢাকা ওয়ান্ডারার্স। ৪৮ মিনিটে সাজ্জাদ নিজের দ্বিতীয় গোলের দেখা পান। মুস্তাফা ৬৫ ও ৭০ মিনিটে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। সাজ্জাদও ১১ মিনিট পর সেই স্বাদ পান।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বাংলাদেশের নাগরিকত্ব থাকা আফ্রিকান ফুটবলার এলিটা কিংসলের নিশানাভেদে ব্রাদার্স ম্যাচে দুই হালি গোলের জয় পায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :