AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপজয়ী যুবাদের ব্যাট উপহার দিলেন তামিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৩ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৪
এশিয়া কাপজয়ী যুবাদের ব্যাট উপহার দিলেন তামিম

বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের তরুণরা আবারও সাফল্যের গল্প লিখেছে। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপা জয় করেছে যুবা টাইগাররা। এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা। এবার জানা গেছে, এশিয়া কাপজয়ী যুবাদের জন্য বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার স্পন্সর করা ব্যাট কোম্পানি সিএ-এর ব্যাট আগেভাগেই উপহার দিয়েছিলেন এই ড্যাশিং ওপেনার। যুবা ক্রিকেটাররা দুবাই থেকে এই ব্যাট সংগ্রহ করে।  

তবে এটি নতুন ঘটনা নয়। এর আগেও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ব্যাট উপহার দিয়েছিলেন তামিম। গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপের শিরোপা জয়ের পর মাহফুজুর রহমান রাব্বি ও আশিকুর রহমানদের পুরো দলকেই ব্যাট উপহার দিয়েছিলেন তিনি। সেই ব্যাট নিয়েই বিশ্বকাপ মিশনে অংশ নিয়েছিল বাংলাদেশ যুব দল।  

এবারও আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারদের ওপর তামিম ইকবালের আস্থা ছিল স্পষ্ট। তাই আগেভাগেই এই উপহার পাঠিয়েছিলেন তিনি।

এদিকে শিরোপা জয়ের পর দেশের ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুবাদের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো কোনো পুরস্কার ঘোষণা আসেনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের ফেরার পর বড় অঙ্কের পুরস্কার ঘোষণার সম্ভাবনা রয়েছে।  

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানের পুঁজি গড়ে যুব টাইগাররা। পরে ভারতকে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!